নাসিমা হক মুক্তা, কবি, বাংলাদেশ: 

শব্দের সাথে খেলে ঢেউজাগা নদীর কল্লোলে
তার অতলে খুঁজে রোমকূপ
শিল্পের মতো সাজায় ‘প্রণয়’
দেহের গহ্বরের আদ্যোপান্তে অন্ত্যমিল ঘটায়;
সুউচ্চ পর্বত থেকে গড়িয়ে পড়া জল
বেয়ে বেয়ে খায় ঝরনার ফল।
ছলছল ছন্দে জলপ্রপাতের
রোমাঞ্চিত তৃষ্ণায় শুধুই ওষ্ঠের চুম্বন খোঁজে।
হুহু করে বেজে যায় অজ্ঞাত এক উপমা
দীর্ঘ পথ হেঁটে যখন মরুর প্রান্তে এসে
ফল, পাখি ও গাছের কথা লিখি---
ঠিক তখনই ঘুঙুর তোলে এক বিষপিঁপড়ের বিদ্যা;
পাড়া জুড়ানোর কথায় ফুল-চন্দন ছিটায়
শুধুই খাতার পৃষ্ঠায়।




Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours