ইন্দ্রানী সেন, সাংবাদিক, বাঁকুড়া:

শীতের সকালে অসহায় মানুষের পাশে দাঁড়ালো বকুল। বকুল একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। এলাকায় প্রান্তিক শিশুদের পাঠদানের পাশাপাশি সংস্কৃতি বিকাশে বিশেষ ভূমিকা পালন করে আসছে কয়েক দশক ধরে। এদিন দীঘল গ্রাম বকুল কালচারাল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় স্বপ্নের শহর গোবরডাঙ্গার পক্ষ থেকে ,১৫০ জন বাচ্চা সহ ৫০ জন মহিলাদের বস্ত্র  উপহার দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোটো গোবিন্দপুর এস এন পাঁজা হাই স্কুলের প্রধান শিক্ষক ডঃ প্রসেনজিৎ সরকার ও বামনিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল ও বকুল সংস্থার সম্পাদক তপন কুমার দে ও মানিক ঘোষ।

অন্যদিকে একই সাথে দীঘল গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও একটি বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। বামনিয়া জুনিয়র হাইস্কুলে আয়োজিত  এদিনের অনুষ্ঠানে এলাকার বিধায়ক গুরুপদ মেটে স্থানীয় ২০০ জনের হাতে বস্ত্র তুলেদেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী রবিউল হোসেন, দীপক দলুই প্রমুখ।



Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours