শ্রাবণী মজুমদার, লেখিকা, বীরভূম:

ব্রাজিলিয়ান উপজাতিদের জন্য সারা বছরই " ভ্যালেন্টাইন ডে"। সেরা উপহার দাও, সেক্স করো। এযেন উপজাতিদের ডেটিং উৎসব।   উপহার দেওয়ার উৎসবে নারীরাও বাহারী পোশাকে সেজে থাকে। মাথায় থাকে টায়রা গোছের কিছু। গলায় হার। আর দেহের নিম্নাঙ্গে থাকে রঙিন ঘের।  উপহার দাও। মিষ্টি মিষ্টি কথা বলো। আর নারীর মন জয় করো। নারীর হৃদয় লাভ করার সে শতেক ভঙ্গি! তবে নারীর হৃদয় লাভ কী চাট্টিখানি কথা! তাদের জন্য নিয়ে এসো এসো দামী দামী উপহার। তবে ব্রাজিলিয়ান উপজাতি মহিলাদের জন্য মূলত পোশাক, পছন্দ সই অলঙ্কার, বাহারি ফুল, আরও কত কি!

মান্না দের " ক' ফোঁটা চোখের জল তুমি ফেলেছ, যে তুমি ভালো বাসবে?" এসব রোমান্টিকতা নেই। আবার  ফেল কড়ি, মাখো তেল, তুমি কী আমার পর?-- এমন গোছেরও নয়। উপহার দেওয়া একটা প্রথা। যা নারীর প্রতি ভালোবাসার প্রকাশ মাত্র। আরও যে সেরা উপহার দিয়ে নারীর হৃদয় জয় করতে পারবে, সেই নারীর সঙ্গে সেক্স করার যোগ্য বা অনুমতি পাবে। তাই এই লোভে পুরুষ মৌমাছি ফুলের কাছে ভন ভন করে। এক্ষেত্রে যুদ্ধ বা বীরত্ব নয়। ভালোবাসায় প্রারম্ভিক শর্ত। 

উপজাতিদের মধ্যে  বিশ্বাস--মহিলাদের প্রেম নিবেদনের মধ্যে দিয়ে সমৃদ্ধি আসে। আর তার জন্য উপহার দেওয়ার প্রথা আছে। এই উপহার দিয়ে তাদের দৈহিক মিলনে সম্মত করা এই প্রথার অন্তর্গত। 

পুরুষেরা উপহার নিয়ে হাজির হয়ে পরস্পর প্রতিযোগিতা করে। তবে মনের মত নারী সঙ্গ পাওয়া অত সহজ নয়। সব থেকে ভালো উপহার যে দেবে, সেই পাবে মন মতো নারী সঙ্গ।
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours