অপর্ণা ভট্টাচার্য্য, লেখিকা ও সমাজকর্মী, আসানসোল:
কল্ ফ্রেন্ড!!!
বাংলায় নামকরণ করলে বিষয়টা বোধহয় পোক্ত হবে না। আমাদের শৈশব, কৈশোর, যৌবনে এমন বন্ধুত্ব দেখা তো দূরস্হান ভাবনাতেও ছিল না।
ক্রমশ দুনিয়াদারি বদলে বদলে যাচ্ছে, অবশ্যই উন্নত হচ্ছে এবং আমরা নতুন নতুন সম্পর্কের কথা শুনছি, শিখছি।
মানুষ নাকি এখন একা, তাই এমন বন্ধুত্বের আশ্রয় নিতে হচ্ছে বাধ্য হয়ে। প্রথম প্রশ্ন -- মানুষ কেন একা?
দ্বিতীয় প্রশ্ন --- কে তাকে একা করে দিল?
প্রশ্ন যখন আছে তখন উত্তর অবশ্যই থাকবে। বেশী জটিল তত্ত্বের প্রয়োজন নেই। সহজ আলোচনা করা যাক।
একান্নবর্তী পরিবার ভেঙে এখন আমরা ছোট্ট ছোট্ট পায়রার খুপরীতে তিন জন বা চারজন থাকতে অভ্যস্ত হয়ে গেছি। না আছে খোলা মাঠ অথবা বন্ধুদের বাড়ী। জীবনের শুরুটাই কাটে চার দেওয়ালে বন্দী হয়ে। জীবন কখনো নিঃসঙ্গ থাকে না। একা জীবন কোন না কোন সঙ্গী খুঁজে নেয়। মানুষ স্বজন এবং বন্ধু হারিয়ে আশ্রয় নিল যন্ত্র যন্ত্রণার ।
কম্পিউটার নামক যন্ত্রটি আবিস্কৃত হয়েছিল মানব সভ্যতার অগ্রগতির জন্য। সত্যিই মানুষ আজ এই যন্ত্রের সহায়তায় উন্নতির চরমতম প্রকোষ্ঠে পদার্পণ করেছে। কিন্তু সব ভালোর একটা খারাপ দিক থাকবেই। এখন কথা হল আমি সেই খারাপ দিনটিকে বর্জন করব নাকি গ্রহন করব। আমরা কিন্তু খারাপ দিকটিকেই বেশী তোল্লা দিলাম।
কেমন করে? উল্লাসে, অভিনবত্বের চমকে আমরা হিতাহিত জ্ঞানশূন্য হলাম। শৈশবের হাতে তুলে দিলাম ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল। আমার ও স্বস্তি, শিশুর ও স্বস্তি।
তারপর? গৃহবন্দী, নিঃসঙ্গ শৈশবের হাতের মুঠিতে সমগ্র বিশ্ব। কি নিপুনতা, কি দক্ষতা আমার সন্তানের। আমি আত্মতুষ্টির স্রোতে গা ভাসিয়ে দিলাম। আমার সন্তান ও ভেসে গেল যন্ত্র জোয়ারে। বড় হতে থাকল আর বিভিন্ন আ্যপের সঙ্গে যুক্ত হতে থাকল। একদিন খুঁজে পেল কল্ ফ্রেন্ড কে। যে বন্ধু হাত ধরে একটু একটু করে নিয়ে চলল ধ্বংসের দিকে। কি মারাত্মক এই কল ফ্রেন্ড। এক মানুষের কত রূপ। কখনো সে কারো পুরুষ বন্ধু কখনো কারো নারী বন্ধু। হাজার হাজার মানুষের সঙ্গে অভিনয় করে চলে একজন ই কল্ ফ্রেন্ড। তার তো এটা জীবিকা। ধর্মাধর্মের কোন মূল্য নেই তার কাছে। রাশি রাশি মানুষ একাকীত্বের যন্ত্রণায় ঘন্টার পর ঘন্টা ব্যস্ত থাকে, বাঁধা পরে মোহিনী কথার জালে। তারপর পরিনতি হয় মর্মান্তিক অবসাদ এমনকি আত্মহত্যা।
আসুন অভিভাবকরা , সচেতন হন। শত ব্যস্ততার মাঝেও সন্তানকে সময় দিন। ফিরিয়ে দেবার চেষ্টা করুন তার শৈশব। লক্ষ করুন আপনার সন্তান মোবাইলে কোন কোন আ্যপের ব্যবহার করছে। সুনিশ্চিত করুন তার সুন্দর ভবিষ্যৎ।
Post A Comment:
0 comments so far,add yours