অসীম সাহা, প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট কবি, বাংলাদেশ:
আমি আর একটি ভোরের জন্য অপেক্ষা করছি।
কিন্তু ভোরের বদলে মাতাল সকাল মেঘের আড়াল থেকে
উঁকি দিয়ে চলে গেলেও স্বয়ংক্রিয় রৌদ্দুরের উত্তাপে
ছাদ ফুঁড়ে বেরিয়ে আসছে না কিছুতেই।
কুয়াশার ভেতরে জ্যোৎস্না ফুটেছে বলে মেঘের আড়াল থেকে
ভেংচি কেটে ডুবে যাচ্ছে চাঁদ।
ভোর আর সকালের প্রভেদ বোঝে না বলে
অসহায় ট্রাফিক পুলিশের মতো নীলাকাশ
থেমে আছে দিগন্তের ডালে।
গেরিলাযুদ্ধের পাশে প্রথাগত যুদ্ধের কুশলী গল্পের কথা
বড়ো বেশি বেমানান আজ।
আকাশের রণাঙ্গনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাৎরায় দেখি।
তার পাশে আর্তনাদ ছাড়া কোনো সহযাত্রী নেই!
গন্ধমাদন নিয়ে ছুটে আসছে সুগ্রীব রাজা।
পাহাড়ের পাদদেশে পড়ে থাকা অজস্র লাশের গন্ধে
ভোরে আছে মাতাল বাতাস।
সূর্য ওঠার আগে আকাশকে বলে দাও: আরো কিছুক্ষন
হাতের মুঠোয় তুমি আটকে রাখো সূর্য-সকাল।
আমি আর একটি ভোরের জন্য অপেক্ষা করছি।
কিন্তু ভোরের বদলে মাতাল সকাল মেঘের আড়াল থেকে
উঁকি দিয়ে চলে গেলেও স্বয়ংক্রিয় রৌদ্দুরের উত্তাপে
ছাদ ফুঁড়ে বেরিয়ে আসছে না কিছুতেই।
কুয়াশার ভেতরে জ্যোৎস্না ফুটেছে বলে মেঘের আড়াল থেকে
ভেংচি কেটে ডুবে যাচ্ছে চাঁদ।
ভোর আর সকালের প্রভেদ বোঝে না বলে
অসহায় ট্রাফিক পুলিশের মতো নীলাকাশ
থেমে আছে দিগন্তের ডালে।
গেরিলাযুদ্ধের পাশে প্রথাগত যুদ্ধের কুশলী গল্পের কথা
বড়ো বেশি বেমানান আজ।
আকাশের রণাঙ্গনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাৎরায় দেখি।
তার পাশে আর্তনাদ ছাড়া কোনো সহযাত্রী নেই!
গন্ধমাদন নিয়ে ছুটে আসছে সুগ্রীব রাজা।
পাহাড়ের পাদদেশে পড়ে থাকা অজস্র লাশের গন্ধে
ভোরে আছে মাতাল বাতাস।
সূর্য ওঠার আগে আকাশকে বলে দাও: আরো কিছুক্ষন
হাতের মুঠোয় তুমি আটকে রাখো সূর্য-সকাল।
Post A Comment:
0 comments so far,add yours