ভবানীপ্রসাদ ভট্টাচার্য্য, ফিচার রাইটার, দুর্গাপুর:
দুর্গাপুর মহকুমার জঙ্গল মহল নামে পরিতিত কাঁকসা ব্লকের গোপালপুর একটি প্রাচীন বর্ধিষ্নু গ্রাম ! এই গ্রামটির আয়তন কাঁকসা ব্লকের সবচেয়ে বড়!
চট্টোপাধ্যায় পরিবারের কূল দেবতা ' গোপালের ' নামনুসারে গ্রামের নাম গোপালপুর! এই গ্রামে চারটি বনেদি বাড়ীর দুর্গাপুজা রয়েছে! সবচেয়ে প্রাচীন পুজোটি লায়েক বাড়ীর! লায়েকবাড়ীর বর্তমান সেবাইতদের দাবী পুজোটি সাড়ে পাঁচশো বছরেরও প্রাচীন! কিন্তু বিভিন্ন তথ্য প্রমান মোতাবেক জানা যায়, বঙ্গের সর্বপ্রাচীন পুজোটি কলকাতার ' সাবর্ন রায় চৌধুরী ' দের দুর্গাপুজো সেটি ও আনুমানিক পাঁচ'শ বছরের প্রাচীন!
তাই গোপালপুরের লায়েক বাড়ীর পুজো পাঁচ'শ বছরের প্রাচীন না হলেও বর্তমান দুর্গাপুরের প্রাচীন সে বিষয়ে সন্দেহ নেই!লায়েকরা উগ্রক্ষত্রিয় সম্প্রদায় ভুক্ত! এঁরা ক্ষত্রিয় এবং এঁদের বর্ধমানের মহারাজা প্রায় সাড়ে চার'শ বছর পুর্বে আগ্রা থেকে এনেছিলেন ! তাই এঁরা উগ্রক্ষত্রিয় !অবিভক্ত বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে বসবাস শুরু করেন! তাই আনুমানিক চার'শ বছরের প্রাচীন এই দুর্গাপুজো!
লায়েক বাড়ীর দুর্গাপ্রতিমা বিশেষ বৈশিষ্ঠপূর্ন ! দেবী দুর্গার দুটি হাত স্বাভাবিক , আটটি হাত তুলনায় ছোট এবং সোজা! দেবীর দুর্গা এবং লক্ষী ও সরস্বতীর পরনে কাপড় নেই শুধু সায়া আর ব্লাউজ ( গ্রাম্য ভাষায় 'ফেরানি')! দেবী এখানে সিংহ বাহনা নন বাঘ্র বাহনা! মহিষাসুরের গাত্র বর্ন সবুজ! সারা বঙ্গে এইরূপ প্রতিমা কয়েকটি জায়গায় পুজিতা হ'ন! এর মধ্যে একটি কোলকাতার বিখ্যাত 'ধর' দের বাড়ী!
জনশ্রুতি, এই দর্শন প্রতিমার সামনে পূর্বে নরবলি দেওয়া হতো!
Post A Comment:
0 comments so far,add yours