ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুরঃ
তন্ত্রসাধক কাপালিকের অনন্তলোকে যাত্রার পর বহুবছর দেবী আরাধনা করেছেন অনেক তান্ত্রিক সাধক, পরে এই শ্যামরূপা দেবীই হলেন তাঁর মানস পুত্র ইছাই ঘোষের আরাধ্যা! দেবীর কৃপায় প্রবল পরাক্রমী রাজা হয়ে উঠলেন ইছাই !দৈববলে বলীয়ান হয়ে একের পর এক রাজ্য জয় করে এক অখন্ড বৃহৎ গোপরাজ্যের প্রতিষ্ঠা করলেন!
ইছাই বর্তমান কাটোয়া থেকে বর্তমান ঝাড়খন্ডের গিরিডি পর্য্যন্ত রাজ্যসীমা বিস্তৃত করে তেষষ্টিটি গড় বা দিলা নির্মান করেন, রাজ্যকে সুরক্ষিত করার জন্য! এখনো এমন রাঢ় বঙ্গে এখনো এমন কিছু জনপদের নামের সাথে 'গড়' শব্দটি আছে!
যেমন, অমরাগড়, রাজগড় ( আউসগ্রামের দেবশালা)পানাগড়, শেরগড়(উখরা),ভীমগড়(বীরভুম), ডিসেরগড় ইত্যাদি,
ইছাই মা শ্যমরূপার কৃপায় দৈববলে বলীয়ান হলেও, দেবী তাঁকে সতর্ক করেছিলেন কখনো পরস্ত্রীর প্রতি আসক্ত হ'লে বা তাঁর পূজা সমাপ্ত করে বা বারবেলায় কখনো যুদ্ধে অবতীর্ন হ'লে তাঁর পতন অবধারিত!
ইছাই-এর নিকট পরাজিত হ'য়ে পুত্রহারা কর্ন সেন আশ্রয় নিলেন ময়না গড়ে (অধুনা ময়না, পূর্ব মেদিনীপুর)! তিনি পুত্রার্থে বিবাহ করলেন শ্যালিকা রঞ্জাবতীকে,! ধর্মপ্রানা রঞ্জাবতী ছিলেন অপূর্ব সুন্দরী, কর্ন সেন ছিলেন ধর্মরাজের উপাসক! স্বামীর অনুগামিনী ছিলেন তাঁর ধর্মপ্রানা সহধর্মিনী রঞ্জাবতী! ধর্মরাজের কৃপায় তাঁরা সর্বসুলক্ষন যুক্ত সুপুত্র লাভ করলেন, তাঁর নামকরন করা হলো লাউসেন।
............... (চলবে)
Post A Comment:
0 comments so far,add yours