Fiture
সঞ্চারী চট্টোপাধ্যায়, ফিচার রাইটার, কলকাতাঃ "দু বেলা মরার আগে মরবো না ভাই মরবো না" "মরার আগে ? না মারার আগে ? আমার একমাত্র বাবাটাকে মারার আগে মনে ছিল না শূয়োরের বাচ্চা ? কে বলেছিল অত দামী ইন্জেকশন টা বাবার শরীরে ঢোকাতে ? এখন দাম দে হারামি ।" উপরের কথাগুলো বোধহয় বিশেষ অপরিচিত নয় । অন্তত আজকের পর তো নয়ই । এই ধরণের কথাগুলোর সাথে সবচেয়ে বেশি যারা পরিচিত তাদের পোশাকি নাম ডাক্তার । আর তাদের এই কথাগুলো শোনায় কারা ? আমি আপনি , পেশেন্টপার্টির দল । আর ডাক্তারেরা শুধু আমাদের চেয়ে সামান‍্য বেশি মেধা নিয়ে জন্মেছে , অল ইন্ডিয়া মেডিকেল জয়েন্ট এন্ট্রান্সে বসে পাশ করেছে , মোটা মোটা বই পাঁচটা বছর ধরে পড়েছে , রক্ত দেখে কঙ্কাল দেখে ফার্স্ট ইয়ারে ল‍্যাবে অজ্ঞান হয়ে গেলেও সেই ভয়কে জয় করেছে , আপনার , আমার , পেশেন্টপার্টির এই কথাগুলো শুনবে বলে । কি মানসিকতা না আমাদের ? সামনের বাড়ির ছেলেটার মেধা আমার বাড়ির মেয়েটার চেয়ে বেশি এই অপরাধে ছোটবেলায় নিজের বাড়ির মেয়েকে মারতাম , আজ সুযোগ পেয়ে ওই ছেলেটাকেই লাগিয়ে দিচ্ছি দু ঘা , হাতের সুখ , মনের সুখ । ভেঙে যাক জুনিয়র ডাক্তারের কলার বোন , খুলির বোন , আমার বাড়ির মা , ভাই , বোন সবাই তো সুস্থ আছে । সারা বছর সুস্থ থাকবে তো ??? মায়ের সুগার ধরা পড়বে না তো কোনদিন ? ভাই বাইক চালাতে গিয়ে কোনদিন অ্যাক্সিডেন্ট করবে না ? আর বোন যদি শ্বশুরবাড়িতে রান্না করতে গিয়ে প্রেসার কুকার ব্লাস্ট করে তখন ? সেদিন কি করবেন ? কোথায় যাবেন ? হসপিটাল ? নার্সিং হোম ? সেদিন যদি সেই ঘরগুলোতে একটাও জুনিয়র , সিনিয়র ডাক্তার না থাকে ? যদি সারি সারি ডাক্তারের কঙ্কাল ঝোলে ? যাদের আপনিই পিটিয়ে কঙ্কাল বানিয়ে গেছিলেন গত একটা দশক ধরে ? ভাবুন , ভাবাটা প্র‍্যাকটিস করুন । আর বিশ্বাস করুন , ওরা আমার আপনার প্রতিপক্ষ নয় , আসলে ঠিক যেমন আপনি একটু ভাল থাকতে চান , ওরাও মাত্র ওইটুকুই চায় । আপনি বসের গালাগাল শোনেন , ওরা আমার আপনার সিনিয়র ডাক্তারের এদের সবার গালাগাল শুনে মাথা ঠান্ডা রাখে । একটু সহনাগরিক মনে করুন না ওদের , আচ্ছা সহনাগরিক নাহোক , একটাই রাজ‍্যে তো থাকি , নাহোক একটাই দেশে , নিদেনপক্ষে একটাই গ্রহে তো রে বাবা ! এত বিদ্বেষ কেন ? ওরা সেবা করতে আসে , আপনাকে সুস্থ দেখতে আসে । একটা পেশেন্টের মা ডাক্তারের হাত জড়িয়ে যখন হাউহাউ করে কাঁদে বিশ্বাস করুন ওরাও রাউন্ড শেষ করে নিজের চেম্বারে গিয়ে চোখের জল মোছে । এই অভিনয়টুকু কেন করে জানেন ? আপনাকেই সাহস যোগাতে । একটু ভালোবাসুন না ওদেরও । প্রতিপক্ষ ভাবা অনেক তো হল , হিংসাও প্রচুর হয়ে গেছে , এবার অন্তত ওই গানটা একবার গাই "মানুষ মানুষেরই জন‍্য / হৃদয় হৃদয়েরই জন‍্য / একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না / ও বন্ধু...।"


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours