সাজিয়া আক্তার, জয়ে়ন্ট এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

মশলা হিসেবে তেজপাতার যেমন খ্যাতি রয়েছে তেমনি রয়েছে প্রচুর গুণ। এছাড়াও ঔষধি গুণের জন্য খ্যাতি রয়েছে তেজপাতার। জেনে নিই তেজপাতার ঔষধি কিছু গুণের কথা- 

১. গরম পানিতে তেজপাতার গুঁড়া মিশিয়ে খেলে হজমশক্তি বাড়ে। পেট ফাঁপা, বুকজ্বালা, বদহজম এসব থেকেও মিলবে মুক্তি।

২. বাতের ব্যথা থেকে মাইগ্রেনের ব্যথা কিংবা পায়ে চোট লেগে ফুলে গেলে তেজপাতা দেওয়া তেল মালিশ করুন। মাথাব্যথা, মাইগ্রেনের ব্যথাতেও খুব উপকারী তেজপাতার তেল। যদি কারোর বুকে কফ জমার মতো সমস্যা থাকে তখন তুলসী পাতা, তেজপাতা, মধু একসঙ্গে গরম পানিতে দিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায়।

৩. যাদের ব্রণের সমস্যা রয়েছে তারা চন্দন আর তেজপাতা একসঙ্গে বেটে মুখে লাগাতে পারেন। ফলে দাগ, ছোপ থেকেও যেমন রেহাই পাবেন তেমন ত্বক থাকবে উজ্জ্বল ও সতেজ। এছাড়াও গায়ের দুর্গন্ধ কমায় তেজপাতা।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours