অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:
(ছবি এঁকেছেন কবি স্বয়ং)
এ বছর মনে ভীষণ বিপর্যয়,
একটু একটু করে শেষের পথে জীবন ও জীবিতপ্রায়!
মনের খবর কে বা রাখে, গুমরে মরেছে একটা প্রাণ আচম্বিতে!
প্রাণ থাকুক অস্তিত্ব বাঁচুক হোক
নতুন পথচলা,
আগামী দিনগুলো হোক মধুময়
হোক মনের সফল আশা!
Post A Comment:
0 comments so far,add yours