অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

যা কিছু থাক, ভেঙে চুরে যাক 
উড়িয়ে নিয়ে যাক এই জঞ্জাল সব যত!
কলুষমুক্ত হোক ধরণী, বিষমুক্ত হোক মানুষের মন, 
ফিরে পাক প্রাণ কিছু পরিযায়ী পাখিরা ও 
যদি বেঁচে থাকি দেখা হবে আগামী দিনে!
উৎসবে মাতবো মন খুলে, 
যদি না পারি হারিয়ে যাবো চিরতরে, কোনো এক গভীর অন্ধকারে!

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours